ঢাকাMonday , 7 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাংবাদিকসহ ৩ জনকে মারপিটের ঘটনায় মূল অভিযুক্তসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক।

দেশ চ্যানেল
April 7, 2025 8:02 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

গত ৬ এপ্রিল বেলা আনুমানিক সাড়ে ৩ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের স্টাফ করেসপন্ডেন্ট জনাব আসাফুদৌলা নিয়ন ও তাঁদের সঙ্গে থাকা তৌফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কতিপয় আসামীগণ বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে।

এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি বগুড়া জনাব মোঃ ইকবাল বাহার এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৬/০৪/২০২৫ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকা হইতে উক্ত ঘটনার মূল অভিযুক্ত –

মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-গন্ডগ্রাম দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্যান্য সহযোগী আসামী (২) মোঃ হাবিবুর রহমান রকি (২৫), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-গন্ডগ্রাম উত্তর পাড়া।(৩) মোঃ তারিকুল ইসলাম (২২), পিতা-মোঃ হারুনুর রশিদ, সাং-গন্ডগ্রাম নতুন পাড়া ।৪। মোঃ জিসান খান (২১), পিতা-মোঃ জিন্নাহ খান, সাং-গন্ডগ্রাম নতুনপাড়া।৫। মোঃ জিহাদ (২০), পিতা-মৃত মিলন হোসেন, সাং-গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়া সর্ব থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া।৬। মোঃ টুটুল (২০), পিতা-মোঃ আনারুল সরকার, সাং-মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগণের আটক করা হয়।

আটককৃত আসামীদের হেফাজত হইতে ২ টি বার্মিজ চাকু, ২ টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রাকিবুল ইসলাম রাকিব (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, মাদকসহ ০২টি মামলা এবং গ্রেপ্তারকৃত আসামী মোঃ হাবিবুর রহমান রকি (২৫), এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা, মাদক আইনে সর্বমোট ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মারপিটের ঘটনায় বগুড়া সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST