মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী রংপুর হইতে বগুড়ার শেরপুর থানা হয়ে নন্দীগ্রাম অভিমুখে একটি পিকআপে করে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৮/০৯/২৪ তারিখ রাত ০২৫০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন কুসুম্বী ইউনিয়নের বানীয়া গোন্দাইল গ্রামস্থ জনৈক মোঃ শাহ আলম(৫০), পিতা- মৃতঃ শাহজাহান আলী এর বসত বাড়ির সামনে শেরপুর টু নন্দীগ্রাম গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী,
১। ড্রাইভার মোঃ কামরুল ইসলাম (২৩), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ জোসনা বেগম, সাং-হরিনারায়ণপুর, থানা-ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি), থানা ও জেলা-কুষ্টিয়া,
২। মোঃ রহিজ উদ্দিন (৩৬), পিতা-মৃতঃ মকবুল হোসেন, মাতা- মোছাঃ রহিমা বেগম, সাং-উত্তর কাশিপুর, থানা-ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রামদ্বয়কে তাদের বিশেষ কায়দায় রক্ষিত ৩৩.২ কেজি গাঁজা, ০১টি পিকআপ, ০৩ টি মোবাইল, ০৫টি সীম ও নগদ ৭০০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।