মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নীলফামারী হতে বগুড়া শেরপুর গামী একটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা বহন করছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি রাত্রি ১০ টায় র্যাবের একটি আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর থানাধীন মাঝিড়া মধ্যপাড়াস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ,
মোঃ দুলু মিয়া (৩৪), পিতা- মৃত জাফর আলী, সাং- ভাবনচুর (সরা তিস্তা), থানা- জলঢাকা, জেলা- নীলফামারীকে ৫ কেজি গাঁজা, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইলফোনসহ আটক করে।
উল্লেখ্য যে, গ্ৰেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় ১টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
এদিকে, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।