ঢাকাWednesday , 21 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৭টি সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

দেশ চ্যানেল
January 21, 2026 10:43 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে ধানের শীষের প্রতীক জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে গ্রহণ করছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

২১ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার সংসদীয় ৭টি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

প্রতীক বরাদ্দের পূর্বে জেলা রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন কমিশনারের বিধিমালা মেনে চলতে হবে। কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপির ৭ জন, জামায়াতে ইসলামীর ৭ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলনের ৭ জন, সিপিবি ও বাসদের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণের পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া সদর আসনে নির্বাচন করছে এ আসনে সকল ভোটারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবে। সারাদেশের মধ্যে এ আসনে তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST