ঢাকাThursday , 29 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার চকসূত্রাপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্র উদ্ধার।

দেশ চ্যানেল
January 29, 2026 1:13 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে ধাওয়া – পাল্টা ধাওয়া শুরু হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরবর্তীতে খবর পেয়ে বগুড়া জেলা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চকসূত্রাপুর এলাকার একটি সন্দেহভাজন আস্তানায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত এখনো জানায়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, চকসূত্রাপুর এলাকা দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের অভয়াশ্রম হিসেবে পরিচিত। মাদক ব্যবসা কেন্দ্র করে প্রায়ই গ্রুপ ভিত্তিক সংঘর্ষের ঘটনা ঘটে। তারা এলাকাটি মাদকমুক্ত করতে স্থায়ী ও জোরালো অভিযান চালানোর দাবি জানান।

তবে এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST