ঢাকাSunday , 28 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহার কে প্রত্যাহারের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 28, 2025 7:51 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহারের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ড আজ আর গোপন নেই। সরকারি সম্পদ লুটপাট, হাসপাতালের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, রোগীদের সঙ্গে প্রতারণা এবং কর্মচারীদের হয়রানি করে তিনি এক ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে দুপচাচিয়া সিও অফিস মোড়ে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।

উক্ত গণজমায়াতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতি চুপচাচিয়া অন্যায় প্রতিরোধ কমিটি। এবং গণ জমায়াতে বক্তব্য পেশ করেন দুপচাঁচিয়ার সচেতন এলাকাবাসী।

তাঁর দুর্নীতির চিত্র গুলে হলো – 

১। সাবেক টিএসএস ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস মন্ডল হাসপাতাল উন্নয়নের লক্ষ্যে সোনালী ব্যাংকে জমা রাখা ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি।

২। করোনা মহামারির সময় স্বেচ্ছাসেবী ও পরিবার পরিকল্পনা কর্মীদের জন্য বরাদ্দ প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেন।

৩। হাসপাতাল চত্বরে থাকা সরকারি মেহগুনী গাছ নিয়ম ভেঙে টেন্ডার ছাড়া বিক্রি করে সমুদয় টাকা লোপাট করেন।

৪। আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে প্রতিজনের নিকট ২৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা আদায় করেন।

৫। একলিমুর রহমান দোয়েলসহ তিন কর্মচারীর শান্তি বিনোদন ভাতা ১ লক্ষ ৪৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

৬। পরিষ্কার- পরিচ্ছন্নতা খাতে ২৭-১৪ ও ২৭-৪৪ প্রজেক্ট কোডে বরাদ্দ হওয়া ১৮ লক্ষ টাকার এক টাকাও কাজে ব্যয় হয়নি, বরং সম্পূর্ণ অর্থ তিনি আত্মসাৎ করেন।

৭। এমনকি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওমপ্রজল ট্যাবলেট ও স্যালাইন ইনডোরে চালিয়ে দেন তাঁর নির্দেশে।

৮। একই ঠিকাদারকে বারবার রি-টেন্ডার দিয়ে অর্থ বাণিজ্য করেছেন এবং পুষ্টি ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে রোগীর সংখ্যা বাড়িয়ে বিল ভাগাভাগি করেছেন।

৯। ডাঃ শামছুন্নাহার হাসপাতাল কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করলেও ভাড়া ও বিদ্যুৎ বিল দেন না।

১০। অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগসাজশ করে তেলের বিল উত্তোলন করে ও গ্যাসে গাড়ি চালিয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেন।

১১। মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে স্বাস্থ্য সহকারী রবিউল ইসলামকে ভারপ্রাপ্ত স্টোর কিপার বানান, পরে বনিবনা না হলে এক পিয়নের কাছ থেকে ৬০ হাজার টাকায় দায়িত্ব বিক্রি করেন, যা সরকারি চাকরির নিয়ম ভঙ্গ।

১২। সরকারি গাড়ি দিয়ে ব্যক্তিগত বাজার করেন।

১৪। হাসপাতাল মসজিদ কমিটির নিকট থেকে টাকা আদায় ব্যর্থ হলে কমিটি ভেঙে দেন এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।

১৫। তাঁর যোগদানের পর অসৎ কাজে সহায়তা না করায় ১৭ জন কর্মকর্তা- কর্মচারীকে বদলি করে দেন এবং সুযোগ নিয়ে নিজের স্বামীকে এনে ভুয়া বিল-ভাউচার করে টাকা আত্মসাৎ করান।

১৬। মসজিদ মার্কেটের দোকানের ভাড়া ও মুসল্লিদের দান পর্যন্ত লোপাট করেছেন।

১৭। এছাড়া সরকারি ইউজার ফি ও সেবামূল্যের অতিরিক্ত টাকা আদায় করে নিয়মিত রোগীদের কাছ থেকেও অর্থ হাতিয়ে নিয়েছেন। যেমন— ৩ টাকার পরিবর্তে ৫ টাকা, ১০ টাকার পরিবর্তে ২০ টাকা, ইসিজি ৮০ টাকার স্থলে ১২০ টাকা এবং আলট্রাসনোগ্রাফি ১৩০ টাকার স্থলে ১৫০ টাকা।

১৮। তাঁর বিরুদ্ধে নানা দফতরে অভিযোগ জানানো হলেও প্রশাসনিক বা রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বহাল তবিয়তে থেকে গেছেন।

১৯। আওয়ামী চিকিৎসক সংগঠনের সচিবের সদস্য হিসেবে ফ্যাসিবাদী রাজনীতির সহায়তায় দুর্নীতি চালিয়ে গেছেন দীর্ঘদিন। এমনকি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময়ও ২২ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থেকে পরে স্থানীয় প্রভাব শালীদের সহযোগিতায় আবার যোগদান করেন।

সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সমস্ত অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনোরূপ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনগণের আস্থা হারাচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসাসেবা পেতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।

এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি—ডাঃ শামছুন্নাহারকে অবিলম্বে অপসারণ ও তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় এ অঞ্চলের সাধারণ মানুষ আবারও বৃহত্তর গণঅভ্যুত্থানের পথে নামতে বাধ্য হবে বলে গণজমায়েতে সচেতন এলাকাবাসি জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST