ঢাকাTuesday , 26 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার নন্দীগ্রামে গৃহবধুর আত্ম*হত্যা

    দেশ চ্যানেল
    March 26, 2024 4:31 pm
    Link Copied!

    মিলন হোসেন বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ার নন্দীগ্রামে দিনমজুর স্বামীর সংসারে অভাব অনটনের কারণে নুরনাহার বেগম (৩৬) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

     

    মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে স্বামীর বসতবাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন চার সন্তানের জননী নুরনাহার। তিনি কাথম গ্রামের মজনু মিয়ার স্ত্রী ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার মৃত হবি শেখের কন্যা।

     

    স্থানীয় সুত্রে জানা গেছে, একযুগ পূর্বে নুরুন্নাহারের সঙ্গে কাথম গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মজনু মিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। দিনমজুর স্বামীর সীমিত উপার্জনে সংসারে অভাব অনটন লেগেই থাকতো। রোজার মাসে সংসারে অভাব আরও বেড়ে যায়। এনিয়ে স্বামীর সঙ্গে নুরুন্নাহারের মনোমালিন্য হয়।

     

    ঘটনার দিন স্বামীর বসতবাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ।

    নুরুন্নাহারের স্বামী মজনু মিয়া বলেন, পরিবারের লোকজন গৃহবধূকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

    সেখানে চিকিৎসক আসতে দেরি হওয়ায় নুরনাহার ছটফট করছিল। পরে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মারা যায়।

    মরদেহ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

     

    এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST