ঢাকাThursday , 3 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

দেশ চ্যানেল
August 3, 2023 11:42 am
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র জানে আলম খোকা এই বাজেট ঘোষণা করেন। আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে নানামুখি উন্নয়নসহ নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ৭৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন তিনি।
বাজেটে নিজস্বখাত ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ধরা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ১ কোটি টাকা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ৬৫ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ২ কোটি টাকা, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রিসপন্ড এন্ড রিকভারি প্রজেক্টে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে। আর এসব খাতের উন্নয়নে সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে ওই বাজেটে।
অনুষ্ঠানে পৌরসভা সম্পর্কিত বিভিন্ন অসংগতি, হাট বাজার ইজারা, রাস্তা দখল, রাস্তার সংস্কার সহ সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র জানে আলম খোকা বলেন, বাজেটের বিশাল একটা অংশ সরকারি অনুদান ও প্রকল্প অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হয়। প্রতিবছর বাজেটে উল্লেখ করা হলেও তা সবটাই পাওয়া যায় না। আমরা পৌরসভার রাজস্ব আয় ও নিয়মিত বরাদ্দ থেকে নাগরিক সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবারও তার ব্যত্যয় ঘটবে না। এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর নাজমুল আলম খোকন, নিমাই ঘোষ, বদরুল ইসলাম পোদ্দার ববি, ফিরোজ আহম্মেদ জুয়েল, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ফারুক ফয়সাল, চন্দন কুমার দাস রিংকু, শুভ ইমরান, করুনা রানী ঘোষ, শারমিন আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব, প্রকৌশলী ফয়জুল ইসলাম ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST