আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান এই বাজেট ঘোষণা করেন। আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে ঘোষিত বাজেটে রূপরেখা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। প্রস্তাবিত ওই বাজেটে আয় হিসেবে রাজস্ব ও নিজস্ব হাট-বাজার ইজারা থেকে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, আরইউটিডিপি প্রকল্প (দুই অংশে) ৫ কোটি ও ৩০ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ২ কোটি টাকা, কোভিড-১৯ রেসপন্ড ও রিকভারি প্রকল্প ৩ কোটি টাকা উল্লেখযোগ্য। পাশাপাশি পৌরসভার নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য সমপরিমান টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে। বাজেট অধিবেশনে পৌর প্রশাসক আশিক খান বলেন, শেরপুর পৌরসভাকে একটি উন্নত ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে এই বাজেট কার্যকর ভূমিকা রাখবে। তাই পৌর নাগরিকদের জীবনমান আরও উন্নত ও সহজ করতে প্রস্তাবিত বাজেটটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সাংবাদিক সবুজ চৌধুরী, দীপক কুমার সরকার, আইয়ুব আলী, শুভ কুন্ডু, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন জুম্মা, বাধন কর্মকার কৃষ্ণ, রঞ্জন কুমার দে, জাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উক্ত বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী সমাজ ও স্থানীয় উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।