ঢাকাThursday , 6 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাচনে বিলম্বে ফলাফল ঘোষণা, বিজয়ী হলেন যারা।

    দেশ চ্যানেল
    June 6, 2024 12:39 pm
    Link Copied!

    আব্দুল গাফ্ফার শেরপুর( বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (০৫জুন) দিনগত রাত বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মো. সুমন জিহাদী নির্বাচনের ওই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী মোটরসাইকেল প্রতীকে ৪০হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮হাজার ৭৫১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি তালা প্রতীক নিয়ে ২৭হাজার ৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি তাজুল ইসলাম কিরণ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৯হাজার ২৮২ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নূরুন নাহার শিখা খাতুন হাঁস প্রতীক নিয়ে ৩১হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম ফাতেমা খাতুন ময়না কলস প্রতীক নিয়ে ১৯ হাজার ৯৬৩ ভোট।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১লাখ ৪৯হাজার ৫৫৯জন এবং হিজড়া ১জন। বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার মোট ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৪হাজার ৭৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২হাজার ৮৯৯টি ভোট বাতিল হয়। শতকরা প্রদত্ত ভোট ২৮দশমিক ৯৯ভাগ। এদিকে সন্ধ্যার মধ্যে ভোটগ্রহণ ও গণনা শেষ হলেও ফলাফল ঘোষণায় জটিলতা তৈরী হয়। উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল গরমিল-এমন অভিযোগ তুলে নির্বাচনের বাতিল ও ফলাফল স্থগিত চেয়ে আনারস প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ লিখিত আবেদন করেন। পরে ওই কেন্দ্রের ভোট পুর্নগণনার পর রাত বারোটায় উপজেলা নির্বাচনের ওই ফলাফল ঘোষণা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST