ঢাকাThursday , 2 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো আ.লীগ কর্মীর বসতবাড়ি

    দেশ চ্যানেল
    November 2, 2023 11:43 am
    Link Copied!

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে শান্তি সমাবেশে অংশ নেওয়ায় আওয়ামীলীগ কর্মীর বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০১নভেম্বর) মধ্যরাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে বসতবাড়ির একটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আড়াই থেকে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাটি জানিয়ে বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
    অভিযোগে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের ইছাহাক আলীর ছেলে লাল মিয়া বাদশা। তিনি স্থানীয় চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য। দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় বিগত ৩১অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিনে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে ২০-২৫জন লোক নিয়ে অংশ নেন। কিন্তু সমাবেশের শুরুতেই অবরোধ সমর্থক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে নানা হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। এরই মধ্যে বুধবার রাতে তার বসতবাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা বের হওয়া শুরু হলে পাশের শয়নকক্ষে থাকা ওই আ.লীগ কর্মী চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
    ভুক্তভোগী আ.লীগ কর্মী লাল মিয়া বাদশা বলেন, আমার তেমন কোনো শক্র নেই। তবে আওয়ামীলীগের শান্তি সমাবেশে বিএনপির কিছু লোকজনের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরপর থেকে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা হুমকি-ধামকি দিচ্ছিলেন অজ্ঞাত ব্যক্তিরা। এমনকি ঘটনার রাতেও দুইবার আমাকে হুমকি দেওয়া হয়। আর হুমকি দেওয়ার কিছু সময় পরপরই আমার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। তবে অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পেয়েছি। কারণ যে ঘরে আগুন দেওয়া হয় তার পাশের ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলাম। দুর্বুত্তদের আগুণে বসতবাড়ির একটি ঘর, সেখানে থাকা কিছু আসবাবপত্র ও টিনের বেড়া পুড়ে ছাই হয়ে গেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
    জানতে চাইলে সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করেন। সেইসঙ্গে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি করেন আ.লীগ নেতা মনিরুজ্জামান জিন্নাহ। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ঘটনায় জড়িতের চিহিৃত করে দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST