স্টাফ রিপোর্টার, বগুড়া
নারীকে ধর্ষণের চেষ্টার মামলায় বগুড়ার শেরপুর উপজেলার কাশিমাটি গ্রামের আব্দুল মমিন (৪১) কে ০৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২১ এপ্রিল) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দীন মাহমুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ জুলাই শেরপুর উপজেলার বঙ্গা গ্রামের এক নারী শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত আব্দুল মমিন তাকে কুপ্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করলে মানহানিকর কথা ছড়িয়ে দেয়ার হুমকি দেন। ঘটনার দিন রাত সোয়া ৮ টার দিকে তিনি ওই নারীর শয়নঘরে প্রবেশ করেন এবং জাপটে ধরে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।
মামলাটি তদন্ত করে তৎকালীন শেরপুর থানার এসআই আবু জাররা একই বছরের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।