ঢাকাMonday , 21 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় জেল জরিমানা।

দেশ চ্যানেল
April 21, 2025 1:08 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

নারীকে ধর্ষণের চেষ্টার মামলায় বগুড়ার শেরপুর উপজেলার কাশিমাটি গ্রামের আব্দুল মমিন (৪১) কে ০৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২১ এপ্রিল) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ০২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দীন মাহমুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ জুলাই শেরপুর উপজেলার বঙ্গা গ্রামের এক নারী শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত আব্দুল মমিন তাকে কুপ্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করলে মানহানিকর কথা ছড়িয়ে দেয়ার হুমকি দেন। ঘটনার দিন রাত সোয়া ৮ টার দিকে তিনি ওই নারীর শয়নঘরে প্রবেশ করেন এবং জাপটে ধরে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন।

মামলাটি তদন্ত করে তৎকালীন শেরপুর থানার এসআই আবু জাররা একই বছরের ৩০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST