ঢাকাSaturday , 17 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সিএনজি জব্দ।

Link Copied!

আব্দুল গাফফার শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুরে প্রায় আড়াইশ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয় শুক্রবার (১৭ মে) রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সেলিম মৃধা (৫৭)। তিনি বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর সওদাগরপাড়ার বাসিন্দা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিয়াম হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান,বগুড়া থেকে ঢাকামুখী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা তিনজন দ্রুত নেমে পালিয়ে যায়। এসময় চালক সেলিম মৃধাকে আটক করা হয়। পরে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ছয়টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ২৪৮ লিটার (৫১৪ বোতল) দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে সিএনজিটি (রেজি. নম্বর: বগুড়া-থ ১১-৫৬০৬) জব্দ করা হয়। পলাতক তিনজন হলেন, রাজীব চন্দ্র (৩২), হৃদয় বাঁশফোড় (৩০) ও সুজন (৩৫)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম শফিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সেলিম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আসামি সেলিম মৃধা বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST