আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বিআরবি কেবলস্ শো-রুমে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র দুর্বৃত্তরা শোরুমের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে শোরুমে থাকা মূল্যবান তার ও অন্যান্য জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায় তারা। বৃহস্পতিবার (২৪আগস্ট) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন পৌরশহরের ধুনটমোড় এলাকায় অবস্থিত ওই শোরুমে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মীর সাদিকুল হাসিব জানান, বৃহস্পতিবার ভোর চারটার দিকে প্রধান কার্যালয় থেকে মুঠোফোনে খবর পেয়ে শো-রুমে আসি। এরপর দেখি শোরুমের প্রধান ফটক ও তাতে লাগানো তালাগুলো কাটা।
পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা রাত দেড়টা থেকে শুরু করে ভোর চারটা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টাব্যাপি ডাকাতি চালিয়ে অনেকটা নির্বিঘ্নেই চলে যায়। এরইমধ্যে শোরুমে থাকা বিআরবি কেবলস্ কোম্পানির বেশকিছু পরিমান তারের কয়েল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় বিশ লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই ঘটনাটির রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তারপূর্বক খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে দাবি করেন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।