মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার ১৩ ই আগষ্ট প্রাথমিক শিক্ষা পরিবার দৌলতপুর মানিকগঞ্জের আয়োজনে শোক দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল ইসলাম রাজা বলেন-স্বাধীনতার মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সারাজীবন কাজ করে যেতে চাই। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন ধূলিসাৎ করতে চেয়েছিল একদল কুলাঙ্গার। কিন্তু বঙ্গবন্ধু আছে বাঙালী জাতির হৃদয়ে তাকে মুছে ফেলা সম্ভব না। তাঁর অবদান জাতি কখনোই ভুলতে পারবে না। বাঙালি জাতির সমস্ত সত্তা জুড়ে বঙ্গবন্ধুর উপস্থিতি: বঙ্গবন্ধু শুধু ব্যক্তি নন: বঙ্গবন্ধু এক অনুপ্রেরণার নাম: তিনি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা আমাদের ভাবনা- অনুভাবনায় প্রতিনিয়ত তাঁর দীপ্ত। তিনি উপস্থিত মোঃ শিক্ষকদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একসাথে কাজ করার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাশহুদ করিম,মোঃ আব্দুস সালাম,ছাবিয়া ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মহসীন মিয়া,প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান,গোপাল চন্দ্র সরকার,আয়েশা সিদ্দিকা,রাজিয়া সুলতানা সায়লা প্রমুখ। অনুষ্ঠানে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ আলোচনা সভার উপস্থিত ছিলেন।