নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা
উপজেলা প্রতিনিধ খুলনাঃ
বাংলাদেশ আওয়ামীলীগ বটিয়াঘাটা উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম খান বলেন ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ১৯৭৫ সালের খুনিরা পূণঃরায় একত্রিত হয়ে যড়যন্ত্র শুরু করেছে। এদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি-জামায়াত বিদেশীদের কাছে ধন্যা দিয়ে এদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে সহজে মেনে নিতে পারছে না। তারা দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করে দেশ বিরোধী যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ঐক্যবন্ধভাবে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুল আলম খান এ কথা বলেন ও ১৫ ই আগষ্ট সকল শহীদদের মাগফেরাত কামনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দীলিপ হালদারের নেতৃত্বে রেলি বটিয়াঘাটা বাজারের প্রদক্ষিণ করেন এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা রায়, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী,, বিএম মাসুদ রানা, তুহিন রায়, বটিয়াঘাটা উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান ফরিদ রানা,ইউপি সদস্য নজরুল খান, ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান জি এম মিলন, যুবলীগ নেতা আসলাম তালুকদার, যুবলীগ নেতা অরিন্দম গোলদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, রুদ্র হালদার প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আসা চেয়ারম্যন ইউ পি সদস্য ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                