তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা সদরে বাবলা গাছ থেকে ইদ্রিস সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।গত ইং ১০ সেপ্টেম্বর রবিবার সকালে খুলনা-দাকোপ সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি বাবলা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঐ যুবকের মরাদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন।নিহত ঐ যুবক বটিয়াঘাটার কিসমত ফুলতলা এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে। সে স্থানীয় একটি ফিড মিলে শ্রমিকের কাজ করতো। এ দিকে নিহত ইদ্রিসের স্ত্রী খাদিজা বেগম বলেন, আমাদের অভাব অনটনের সংসার। সংসার খরচ চালাতে সব সময় হিমশিম খেতো এবং আমার স্বামীর সাথে মরিয়ম নামের একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সে কারণে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো চলছিলো না।৩/৪ মাস আগে আমার স্বামী কাজের কথা বলে খুলনার দৌলতপুর চলে যায়। তারপর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। হঠাৎ ২/৩ সপ্তাহ আগে আমাকে কল করে বলে যে, আমি আবার এই মিলে কাজে এসেছি। আমাকে একটি কাঁথা আর একটি বালিশ দিয়ে যাও। তারপর থেকে সে মিলে কাজ করছিলো। গত শনিবার রাত আনুমানিক ৯ টার সময় আমাদের পাশের এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে,আমার স্বামী একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছে। বিষয়টি আমি আমার আব্বাকে জানালে যেতে নিষেধ করে। পরে ঐ দিন রাত আনুমানিক ৩টার সময় সে(ইদ্রিস) বাড়ি আসে এবং আমার কাছে ডায়রি কলম চায়। ডায়রি কলম দেয়ার পর সে খাটে শুয়ে পড়ে আর আমি আমার ছেলেকে নিয়ে অন্য খাটে শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। পরে খুব ভোরে আমি ঘুমান্ত অবস্থায় শুনতে পারি যে,সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আমি তাড়াতাড়ি উঠে ঘটনা স্থলে যাই। বাড়ি ফিরে এসে জানতে পারি যে, আমার আব্বা ঘরের ভিতর থেকে একটি ডায়রি পায়। ঐ ডায়রিতে লেখা ছিলো আমি ওকে অনেক ভালোবাসি। ওর কোন দোষ নেই। আমার মৃত্যুর জন্য খোড়া দায়ী। এ বিষয়ে বটিয়াঘাটা থানার এস আই আব্দুল আজিজ বলেন,উক্ত ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৮,তাং ১০/০৯/২৩ ইং। তিনি আরো বলেন একটি চিরকুট পাওয়া গেছে। ঐ চিরকুটে মরিয়ম নামে একটি মেয়েকে সে ভালোবাসতো সে বিষয়ে কিছু কথা লেখা আছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির বলেন, একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে সে একটি মেয়েকে ভালোবাসাতো সে বিষয়ে কিছু কথা লেখা আছে। নিহতের শ্বশুর বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।