আশাশুনি প্রতিনিধিঃ অলোক মন্ডল
বড়দল টু আশাশুনি মিনিবাস চলাচল বন্ধের জন্য আশাশুনি ও বড়দল ভ্যান চালক সমবায় সমিতির পক্ষ থেকে বিশাল মানববন্ধন ও ইউএনও বরাবর স্মরাকলিপি প্রদান করেন। এই সময় আশাশুনি উপজেলা ভ্যান চালক সমিতির সদস্য ও সাধারণ ভ্যান চালক শ্রমিকদের কাছে তাদের অভিযোগ ও দাবি জানতে চাইলে বলেন, আমাদের একটাই দাবি আশাশুনি টু বড়দল মিনিবাস চলাচল বন্ধ করতে হবে, কারণ আমরা সকলে সারাদিন ভ্যান চালিয়ে ৩০০/৪০০ টাকা যে সল্প আয় করি সেই টাকা টা আমরা ও আমাদের পরিবারের সকল সদস্যদের মুখে দুটো খাদ্য তুলে দিতে পারি এবং খুবই সাধারণ ভাবে জীবন জীবিকা নির্বাহ করি। কিন্তু আগামী ২/৩ সপ্তাহ ধরে আশাশুনি টু বড়দল রুটে কিছু অসাধু ব্যবসায়ী ও ক্ষমতাধর মানুষ মিনিবাস প্রেরণ করে এবং এই আশাশুনি টু বড়দল রুটে মিনিবাস চলাচলের কারণে সাধারণ যাত্রীরা মিনিবাসের প্রতি চলাচলের আগ্রহ প্রকাশ করে এর ফলে এখন ভ্যান ও ইজিবাইক এর চালকদের কোনো যাত্রী হচ্ছে না এর কারণে সাধারণ ভ্যান চালক শ্রমিকদের কোনো আয় নেই এর ফলে তারা ও পরিবারের সদস্যরা দুই মুঠো ভাত পাচ্ছে অনাহারে দিন কাটাচ্ছে। এছাড়া আশাশুনি টু বড়দল রুটে মিনিবাস চলাচলের জন্য রাস্তা টা উপযোগী না। কারণ এতো ভারী বাস চলাচলের বা ধারণ ক্ষমতা নেই এই রাস্তার এবং এক সময় দেখা যাবে রাস্তা টা নষ্ট হয়ে যাবে এর ফলে সাধারণ মানুষের চলাচলা করতে অনেক কষ্ট হবে এবং সাধারণ মানুষেরা একটা বিপদের সম্মুখীন হবে। এইজন্য আশাশুনি ও বড়দল এর ভ্যান চালক সমিতির পক্ষ থেকে বিশাল মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করেন। এবং এই মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন আশাশুনি বিএনপি এর নেতা মোঃ হেদায়েতুল ইসলাম,আশাশুনি বিএনপি’র সদস্য সচিব মোঃ মশিউর হুদা তুহিন, আশাশুনি বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ আব্দুল আলিম। এবং আশাশুনি যুবদলের সদস্য সচিব মোঃ আবু জাহিদ সোহাগ। এছাড়া জামায়াত ইসলামী এর নেতা মোঃ বিল্লাল হোসেন। কৃষক দলের সদস্য সচিব জনাব আব্দুল কাদের। আশাশুনি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান। এছাড়া আশাশুনি উপজেলা ভ্যান চালক শ্রমিক সমবায় সমিতি এর সভাপতি রবিউল ইসলাম ও বড়দল ইউনিয়ন ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি জনাব টেক্কা।