মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।কিন্তু বরিশাল -৪ হিজলা- মেহেন্দিগঞ্জ জুড়ে বইছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া।সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ সপ্তাহে কিংবা আগামী বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে সামনে রেখে বরিশাল -৪ হিজলা -মেহেন্দিগঞ্জ আসনের বির্বাচনী এলাকার প্রতিটি পাড়া- মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের ৪জন, জাতীয় পার্টির ১ জন।তবে নির্বাচনের প্রচারনায় নেই। রয়েছে আন্দোলনের মাঠে।আন্দোলনের মাধ্যমে একটি অবস্থান নিশ্চিত করার পর দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে মাঠে প্রচারনায় নামবেন বিএনপি।
সরেজমিনে দেখা যায়, এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫/৬ জনের নাম শোনা গেলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রতিদিন প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন ৩ জন।
তারা হলেন, বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ, অ্যাডভোকেট আফজালুল করিম ও মেজর অবঃ মহসিন সিকদার।
তারা নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে সারাদেশকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন সেই উন্নয়ন ফিরিস্তির লিফলেট, পোষ্টার সাঁটিয়ে নৌকায় ভোট ও দোয়া চাইছেন।
অন্যদিকে জাতীয় পার্টির আলহাজ্ব মিজানুর রহমানও এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।