মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,উপজেলা, প্রতিনিধি।
বরিশালপ মেহেন্দিগঞ্জ পৌরসভায় জমি নিয়ে বিরোধের জের ধরে পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর (তেঁতুলতলা ব্রিজ সংলগ্ন ) এলাকায়। ১৪মে বুধবার গভীররাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, গাছের মালিক শামিম আহম্মেদ জানান, জমির নিয়ে বিরোধের জের ধরে গভির রাতে কে বা কাহারা করাত দিয়ে ১৫ টি পেয়ারা গাছ কেটে ফেলে। তিনি আরো জানান, এই জমিতে দীর্ঘহানিফ ভান্ডারী চাষাবাদ করতেন তখন তিনি এই পেয়ারা গাছ কাটতে চেয়েছিলেন কিন্তু আমরা তা কাটতে দেইনি।
এ ব্যাপারে হানিফ ভান্ডারীর কাছে জানতে চাইলে তিনি জানান, গাছের মালিক আমার চাচাত ভাই, আমি তাদের ঘরের ভারাটিয়া আমি কেন এই ঘাছ কাটতে যাব।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান শামিম আহমেদ।