মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল(২৭জানুয়ারি) শনিবার বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নং পালপাড়া গ্রামে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মোসাঃ রেনু বেগম(৫০) স্বামী মোস্তফা সরদার, মোঃ মোস্তফা সরদার (৬২) পিতা মইজ উদ্দিন সরদার, মোঃ সেলিম বেপারি (৬১) পিতা আব্দুল কাদের বেপারি, মোসাঃ ফাতেমা বেগম (৩০) স্বামী সুমন সদার, ইতি বেগম (২২) স্বামী জহির পাটোয়ারি। উভয়ের গ্রাম ৭ নং ওয়ার্ড, ধুলখোলা ইউনিয়ন, হিজলা, বরিশাল।
আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোস্তফা সরদার ও সেলিম বেপারির অবস্থা আশংকাজনক হওয়ায় কর্বত্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এদিকে হামলায় আহত ফাতেমা বেগম দেশ চ্যানেলকে বলেন, শনিবার দুপুর আনুমানিক ২টায় স্থানীয় মতিন পাটোয়ারীর ছেলে সজিব ও রাজিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। তিনি এই সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবী জানিয়েছেন।