মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের হিজলায় প্রানঘাতী বিষধর সাপ রাসেলস ভাইপার উদ্বার করা হয়েছে। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা আজ বুধবার উপজেলার মৌলভীবাজার থেকে সাপটি উদ্ধার করে।
উদ্ধারের পর রাসেলস ভাইপারটি সাপে কামড়ের প্রতিষেধক গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম ভেনম সেন্টারে পাঠানো হয়। হিজলা উপজেলা বন কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য এইচ এম শামিম বলেন, স্থানীয়রা আজ একটি পরিত্যক্ত বাক্সের মধ্যে সাপটি দেখে। তাতে আতঙ্কিত হলেও এলাকাবাসী সাপটি না মেরে বন বিভাগকে জানায়। তাদের মাধ্যমে খবর পেয়ে তাদের সাপ উদ্ধারকারী সদস্য আসাদুল্লাহ হাসান মুসা হিজলার মৌলভীবাজার হাটে গিয়ে সাপটি উদ্ধার করে।
এইচ এম শামিম আরো বলেন , অতি বিষধর সাপটি ভারতীয় উপ মহাদেশে বেশ আলোচিত। এটি এক থেকে দেড় ফুট লম্বা হয়ে থাকে। দেশের সর্বত্ব দেখা না গেলেও বরিশাল, পটুয়াখালী, কলাপাড়ায় এ সাপের দেখা পাওয়া যায়।