মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২৩ অক্টোবর-২০২৩ (সোমবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৬ নং কোদালিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে অত্র উপজেলায় ০৯টি পূজা মন্ডপে উপস্থিত হয়ে সকল বিষয় খোঁজ খবর নেন ও উক্ত পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় পূজা মন্ডপ গুলোতে পরিদর্শন করেন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাগেরহাট শাখার সভাপতি পপুলার কান্তি রায়ের উপস্থিতিতে, দীনেশ ঠিকাদার – পূজা উদযাপন কমিটি সহ-সভাপতি, সভাপতি- শ্রী উজ্জ্বল বিশ্বাস, বিলাস বালা – সহ-সভাপতি, কালিপদ বসু- সাধারণ সম্পাদক, প্রসিত মন্ডল – মোল্লাহাট পূজা উদযাপন কমিটি (সাংগঠনিক সম্পাদক), সমীর গাইন, মন্মথ বিশ্বাস, যোগেন রায় সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়ে, আর্থিক অনুদান প্রদান করেন। কার্যক্রমটি শুরু করেন, মোল্লাহাট উপজেলার, কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দুর্গা মন্দির জয়ঢিহি থেকে এরপর পর্যায়ক্রমে, মুনিজিলা সর্বজনীন দূর্গা মন্দির, চাউলটুরী সার্বজনীন দূর্গা মন্দির, চাউলটুরি শিশির মৃধা, সার্বজনীন দুর্গা মন্দির, ব্রাহ্মণডাঙ্গা সর্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দির সহ, অন্যান্য মন্দির পরিদর্শন করেন। মন্দিরের পূজারিরা বলেন হেলাল উদ্দিন এমপি মহোদয় আমাদের মন্দিরে সিসি ক্যামেরা, টর্চ লাইট, বাতি দিয়েছেন যা আমাদের অনেক উপকার হয়েছে। এজন্যই শেখ হাসিনা ও এমপি মহোদয়কে আবারো ধন্যবাদ জানাই। সেই সাথে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য কামনা করি।
সভাপতি শ্রী উজ্জ্বল বিশ্বাস বলেন ধর্মীয় কাজে সকলের সহযোগিতা থাকবে এবং আমরা সকলেই সকলের কাছে সহযোগিতা কামনা করি। যে কোন পূজা-পর্বননে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান করবো ও অনুষ্ঠান উপভোগ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। এ সময়ে তিনি শেখ পরিবারের প্রতি শ্রদ্ধা জানান ও শেখ মুজিব সহ তার পরিবারে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আত্তার শান্তি কামনা করি ও জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয় ও বাগেরহাট-২ আসনের এমপি মহোদয় সারহান নাসের তন্ময়ের সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করেন । তিনি মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

