ঢাকাSaturday , 15 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশমফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ)নওগাঁ জেলা পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন হয়।

দেশ চ্যানেল
November 15, 2025 4:18 pm
Link Copied!

মো: খাইরুল ইসলাম নওগাঁ সাপাহার প্রতিনিধি

নওগাঁ উৎসব মুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ) নওগাঁ জেলা শাখার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় এর মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়৷ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সভাপতি জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নান্নু৷ বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মামুনুর রহমান রিপন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আজম টুটুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ( BMUJ) নওগাঁ জেলার সফল সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম৷ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন৷ অনুষ্ঠানে নওগাঁ জেলার ১১ টি থানার মফস্বল সাংবাদিক এর সদস্য সাংবাদিকগণ অংশ নেন৷ বক্তারা বলেন গণমাধ্যম সমাজের দর্পণ আর মফস্বল সাংবাদিকরা সেই দর্পণের সবচেয়ে সক্রিয় ও নির্ভরযোগ্য অংশ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে তারা দেশের উন্নয়ন সামাজিক দায়বদ্ধতা ও গণমানুষের কথা তুলে ধরেছেন বক্তারা আরো বলেন সাংবাদিকদের নিরাপত্তা পেশাগত মর্যাদা রক্ষা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।

আলোচনায় গণমাধ্যমের নৈতিকতা দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় হয়৷ অতিথিরা সংগঠনের সফল পাঁচ বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আর ও শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখার আহ্বান জানান৷ অনুষ্ঠানটি কেক কাটা এবং সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় এর মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST