গিয়াস উদ্দিন ভোলা সংবাদাতা
বাংলাদেশের মানুষ আবার অন্ধকারে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ(১৭ সেপ্টেম্বর) রবিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা ভবন উদ্ভোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নত বাংলাদেশ গড়তে নৌকার বিকল্প নেই।২০০৮ সালে দেশকে ডিজিটাল বাংলাদেশ করে এর সুফল আমরা পাচ্ছি। তাই মানুষ ভালো করেই জানে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নৌকার বিকল্প নাই।

ছবি : দেশ চ্যানেল
মন্ত্রী আরো বলেন এদেশের জনগন অগ্নিসন্ত্রাসীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ২০১৩/১৪ সালে যারা সন্ত্রাসী কায়েম করে দেশকে অচল করতে চেয়েছিলেন তারা আবার আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার ঘোষনা দিচ্ছে।
সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন ও চরফ্যাশন গ্রিড সাবষ্টেশন কাজের শুভ উদ্ভোধন করেন। পরে ১২ কোটি টাকা ব্যায়ে দুলার হাট নব নির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করার পাশাপাশি ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসুচীতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা -৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জমিল হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগের যুগ্নসচিব মো: হোসেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সহ অন্যান্যরা।