পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্মরণ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় স্মরণ সভার আনুষ্ঠানিকতা। পরে গণঅভ্যুত্থানে বাউফল উপজেলার আহত ব্যক্তিদের ও ৬জন শহিদের পরিবারকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসন।
উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে শহীদদের স্মরণে বক্তব্য রাখেন, শহিদ সাংবাদিক মেহেদী হাসানের বাবাসহ ৬জন শহীদ পরিবারের সদস্য, বাউফল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. নাজমুস সাকিব, বাউফল থানার ওসি কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পি.কে সাহা, কৃষি অফিসার অনিরুদ্ধ দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং বিএনপি- জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
স্মরণ সভায় বক্তব্য দেয়ার সময় শহীদদের পরিবারের সদস্যদের আহাজারিতে সভাকক্ষের পরিবেশ ভাড়ি হয়, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।
স্মরণ সভায় বক্তরা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা যেনো স্বৈরাচারের ষড়যন্ত্রের ফাঁদে পরে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে না যাই। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানের বিজয় যেনো কোনো ভাবেই মলিন না হয় সেজন্য সকল জনগণকে মিলেমিশে থাকার আহবান জানায় বক্তারা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত সভায় বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় সুধীজন, উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।