ঢাকাSunday , 11 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বাউফলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

দেশ চ্যানেল
February 11, 2024 1:45 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে লিমা আক্তার (২৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাসু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির জহির হাওলাদারের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জহির হাওলাদার ঢাকায় দিনমজুরির কাজ করেন। জহির ও লিমা দম্পতির বড় মেয়ে মাইসা (৭) কয়েকদিন আগে অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান দাদা ও দাদি। লিমা তার ছেলে আরাজ (৪) ও ননদ কাকলি আক্তারকে নিয়ে বাড়িতেই ছিলেন। রোববার সকালে ননদ কাকলি আক্তার এনজিওর কিস্তি দেয়ার জন্য বাড়ির বাইরে যান। কাকলি দুপুর ২টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাক চিৎকার শুরু করেন। কোনো সারা না পেয়ে বাড়ির লোকজন এসে উকি দিয়ে ঘরের দোতলায় আঁড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ দেখে পুলিশকে খবর দেয়। এরই মধ্যে ওই বাড়িতে গ্রামের উৎসুক মানুষ ভিড় করেন। বিকালে পুলিশ লিমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে লিমা আক্তারের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST