মো:হাফিজুর রহমান বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়িকে গুম করে ফেলার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ মহিবুল্লাহ সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার মোঃ আব্দুল করিম সরদারের ছেলে। বাউফল থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে বিলবিলাস বাজার এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিবুল্লাহ দাবি করেন, রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় কয়েকজন তাকে প্রকাশ্যে গুম করে ফেলার হুমকি দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় স্থানীয় জামায়াত নেতা আবদুস সোবহান প্যাদা ও আজাদ খান সহ কয়েকজন অভিযুক্ত ব্যক্তি তাকে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীল দাগের চিহ্ন দেখা গেছে।
ভুক্তভোগী মহিবুল্লাহ আরো বলেন, তারা আমাকে হুমকি দেয়— সুযোগ পেলে আমাকে গুম করে ফেলবে। আমি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় লোকজন এগিয়ে না এলে হয়তো আমাকে বড় কিছু করে ফেলত।
অভিযুক্ত আবদুস সোবহান প্যাদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং আজাদ খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের আপন বড় ভাই।
অভিযোগ অস্বীকার করে বাউফল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুস সোবহান প্যাদা বলেন, মারধর কিংবা গুম করে ফেলা হবে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাউফলে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার জানান, অভিযোগ পেয়েছি, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।