মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
শোভাযাত্রা, আলোচনাসভা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফলে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ট অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৬সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কালাইয়া সার্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি অতুল পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, শিবানন্দ রায় বনিক, উত্তম কর্মকার, দুলাল কর্মকার, খোকন কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রায়িক বাংলাদেশ গড়া ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর জোর দেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তুষার কান্তি ঘোষ।