পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. রুহুল আমিন (৩৪) ও মো. সোহাগ ( ২৮) নামে দুই ভাইকে আটক করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। সোমবার সকালে অস্ত্র আইনের মামলায় তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর নওমালা ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসত বাড়িতে লুটপাট, ভাংচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এসব চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার সাথে রুহুল আমিন ও তার ভাই সোহাগ জড়িত ছিল। করিম মৃধা নামে এক ভুক্তভোগী তাদের নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলাও করেন। গতরাতে (রবিবার) যৌথ বাহিনীর সদস্যরা বটকাজল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি রমদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদের সোমবার সকালে জেলে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তারা চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী।