হাফিজুর রহমান( বাউফল) প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে ১৯মাস বয়সের এক শিশুর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করে চিকিৎসা। এদিকে, নিহত শিশুর মায়ের দেয়া মেডিকেল ইতিহাসের সাথে শিশুর শারিরীক অবস্থার মিল না থাকায়, বিষয়টি পুলিশকে জানায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
নিহত শিশুর নাম, আয়শা। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার দিনমজুর রোনান সাহেদের (২৪) নামের এক যুবকের সন্তান বলে জানিয়েছেন শিশুর মা মীম আক্তার (২০)।
শিশুর মায়ের দাবি, নিহত শিশুর বাবার সাথে তিন বছর আগে নওগাঁ সদরের রোমান সাহেদের সাথে তার বিয়ে হয়৷ পরে তার শাশুড়ী বিদেশ চলে গেলে, তিনি বাউফলের রায় তাঁতেরকাঠি গ্রামে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। এখানেই দেড়বছর আগে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আজ বিকেলে খেলাধুলা করার সময় বিছানা থেকে পরে যায় শিশু আয়শা। এরপরে তিনি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে শিশুর বাবার সাথে যোগাযোগের কোনো মাধ্যম দিতে পারেনি নিহত শিশুর মা মীম আক্তার।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মী ইসলাম তরণ বলেন, ‘শিশুর মা তাকে সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা শিশুকে মৃত অবস্থায় পেয়েছি৷ শিশুর মায়ের ভাষ্যমতে নিহত শিশু খাট থেকে পরে গেছে। মৃত্যুর কারণ নিয়ে যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে তাই ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।’
হাসপাতাল পরিদর্শনে এসে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুজিবুল হক বলেন, এ বিষয়ে তদন্ত শেষে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।