ঢাকাFriday , 14 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীকে লাঞ্চিত।

দেশ চ্যানেল
March 14, 2025 11:20 am
Link Copied!

হাফিজুর রহমান বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বন্ধের ২৪ঘন্টা না যেতেই আবার চালু করা হয়েছে। গত ৮মার্চ ওই সকল ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাগেছে ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে যথা নিয়মে আগের মত। অপর একটি প্রতিষ্ঠানে ধোঁয়া উঠতেছে কিন্তু কোন লোকজন পাওয়া যায়নি। সংবাদ সংগ্রহের জন্য গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্চিত করেন পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন(৪৮)।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কোন ধরনের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ন এলাকায় চারটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। গত ৮মার্চ উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ৪টি ইটভাটার ড্রাম-চিমনি গুড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেন প্রশাসন। একই সাথে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন ও সততা ব্রিকসের মালিককে এক লাখ করে, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অপর একজনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্বাহী মেজিষ্ট্রেটের আদেশ অমান্য ও জেল জরিমানা উপেক্ষা করে পরের দিন থেকে চালু রেখে কাজ চালিয়ে যাচ্ছেন আগের মতই। পিভিসি ব্রিকসে সংবাদ সংগ্রহের জন্য গেলে ভাটা মালিক মনির স্থানীয় এক সাংবাদকর্মীকে লাঞ্চিত করেন।

স্থানীয় রেহেনা বেগম বলেন, ব্রিকফিল্ড মালিক মনির অবৈধভাবে নদী তীর থেকে মাটি কেটে নিয়ে যায়। যার কারণে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। অনেক বাড়ি ঘর ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। অনেকে বাড়ি-ঘর ছেরে চলে গেছেন। ঝুকিতে রয়েছেন তার(রেহেনার) বসতভিটা।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড বলেন, আমারা জেনেছি ভাটাগুলো পুনরায় সচল হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরকে জানাবো। পুনরায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST