পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে হজ্জ যাত্রীদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে একজনকে গ্রেফতার দেখিয়েছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ সিকদার পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা মৃত লতিফ সিকদারের ছেলে। অভিযুক্তের বিরুদ্ধে বাউফল থানা সহ বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ সিকদার ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ হজ্জে নিয়ে যাওয়ার কথা বলে জনপ্রতি ১লাখ ২০-৩০ হাজার টাকা নিতেন। বাউফলের ৬ ব্যক্তির কাছ থেকে ৭ লাখ ৩৫ হাজার। কনকদিয়া ইউনিয়নের এক ব্যক্তির থেকে ৩লাখ ৬০ হাজার। দশমিনা থেকে ৭লাখ। দুমকি উপজেলার মুরাদিয়া থেকে ৬ লাখ ৮৫ হাজার টাকাসহ অনেকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন পলাতক থাকার পরে ঢাকার ডেমরা এলাকা থেকে র্যাব ফরিদকে আটক করে হাতিরঝিল থানায় হস্তান্তর করে। এরপর হাতিরঝিল থানা থেকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ফরিদকে।
বাউফল থানায় অভিযোগকারী আবদুল মালেক আনোয়ারী জানান, তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেয়া হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পরে পুলিশ ফরিদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্জ করতে যেতে পারেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।