মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার, ১৮ই আগস্ট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান সম্পন্ন হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করে দেখা যায়, সেখানে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী এবং দক্ষ জনবল অনুপস্থিত।এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সেবা প্রদানের মান যাচাই করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে।
অভিযানের ফলস্বরূপ, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং জাহানারা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল, স্যানিটারি ইন্সপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “সঠিক নিয়ম মেনে ক্লিনিক পরিচালনা না করলে ভবিষ্যতে পুনরায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।