রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট রামপালে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে ৷
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি আভিযানিক দল রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজিখালি এলাকায় অভিযান পরিচালনা করে কনক মন্ডল (৪৫)কে আটক করে ৷
আটক কনক মন্ডল উপজেলার গাজীখালী গ্রামের সমীর মন্ডলের স্ত্রী।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সমীর মন্ডলের বাড়িতে অভিযান চালায় ৷ এ সময় তার ঘরের ভেতরে খাটের নিচে থেকে প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ৷ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে কনক মন্ডল ও তার স্বামী পলাতক সুনীল মন্ডল ( ৫০) এর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ৷
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।