মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
১৭ ই অক্টোবর বিকাল ৬টার সময় বাগেরহাট যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ শেখ সারহান নাসের তন্ময় এমপি মহোদ্বয়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন
সভাপতি বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ আখতারুজ্জামান বাচ্চু,
সাধারণ সম্পাদক বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ এম এ মতিন,
চেয়ারম্যান বাগেরহাট সদর উপজেলা পরিষদ সরদার নাসির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ৬ নং যাত্রাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব বেগ এমদাদুল হক বাচ্চু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আখতারুজ্জামান বাচ্চু।
সহ-আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত সমন্বয় সভায় শেখ তন্ময় এমপি মহোদয় প্রধান অতিথির বক্তব্যে তিনি যাত্রাপুর ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ যেগুলো ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেগুলো চলমান বা প্রক্রিয়াধীন আর প্রক্রিয়াধীন আছে সেগুলো তুলে ধরেন এবং আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে নৌকার বিজয় সু নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের সদস্য এবং কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি আরো বলেন, এই দ্বাদশ নির্বাচন নিয়ে যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।তিনি বিশ্বাস করেন জনগণ সকল ক্ষমতার উৎস এবং তিনি আশাবাদী তার কর্মী সমর্থকরা বাগেরহাট ২ আসনে নৌকার বিপুল ভোটে বিজয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।