মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স জারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের বাসাবাটি এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স জারা এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন।
তিনি বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে বাগেরহাটের বাসাবাটি এলাকার মেসার্স জারা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।