হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটে শান্তি শৃঙ্খলা রক্ষায় ও সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করার জন্য পুলিশি সেবা শতভাগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার (২৪) সেপ্টেম্বর রাতে বাগেরহাট পৌর সভার মুনীগঞ্জ ১ নং ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পতিথযশা আইনজীবী এডভোকেট মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি-শৃঙ্খলা ও মাদক নির্মূলে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন,বাগেরহাট মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান, মুনিগঞ্জে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ইকরামুল কবির,বিএনপি নেতা সাবেক কাউন্সিল অহিদুজ্জামান অহিদ, এডভোকেট এম ওয়াদুদ মুক্ত,জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় মিজানুর রহমান সেন্টু,ইঞ্জিনিয়ার মিন্টু,শেখ আবুল কালাম আজাদ,সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, খাইরুজ্জামান নিপু, আব্দুল্লাহ আল মামুন,, শফিকুল ইসলাম নাদিম ও পৌর যুব দলের সদস্য সচিব ওমর ফারুক মুন্না প্রমুখ। আলোচনা সভায় বাগেরহাট পৌর সভার জেলা হাসপাতাল,জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর,জেলা আনসার ভিডিপি,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নার্সিং ট্রেনিং স্কুল, মেডিকেল ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট স্কুল,কৃষকদের জেলা সারের গোডাউন ও বাগেরহাট সরকারি ডিগ্রী মহিলা কলেজ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ১ নং মুনিগঞ্জ ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা রক্ষায় ও মাদককে চিরতরে এলাকা থেকে বিদায় জানাতে রাতে এলাকাবাসী ব্যবসায়ীদের সমন্বয় পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।