হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাট সদরের চুলকাটিতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সৈয়দপুর তরুণ সংঘ ও দীপ্তি সংঘের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আল মামুন বাপ্পি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক (রাহাদ), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. বশির উদ্দিন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তরফদার, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক খান গোলজার হোসেন, শেখ সেলিম উদ্দিন, চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী শেখ”সহ প্রেসক্লাবের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক হাসান আল মামুন বাপ্পি বলেন বর্তমান যুবসমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মোবাইলের আসক্তি থেকে বের হয়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এমন মহতি উদ্যোগ গ্রহণের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী ৪ঠা ফেব্রুয়ারি সৈয়দপুর স্কুল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সৈয়দপুর প্রিমিয়ার লীগের ৫ম আসরের পর্দা নামবে।