ঢাকাFriday , 8 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম টাকা ছিনতাই।

    দেশ চ্যানেল
    November 8, 2024 11:58 am
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী বাজারে চাঁন বক্স (৪২) নামে এক সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় (শুক্রবার ৮নভেম্বর) সকালে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুতর জখমী ওই ব্যবসায়ীকে বৃহস্পতিবার রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    হামলারশিকার সুপারি ব্যবসায়ী চাঁন বক্স উপজেলার চিংড়াখালী গ্রামের রহমান বক্সের ছেলে।সুপারি ব্যবসায়ী চাঁন বক্স জানান,ঘটনার সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিংড়াখালী বাজারে তার অন্য ব্যাবসা প্রতিষ্ঠান কাপড় ও কসমেটিক্সের দোকানে বসে ছিলেন এসময়ে ৩/৪ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে পড়ে কিছু বুজে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে তার বাম হাত, ঘাড়সহ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে ড্রয়ার ভেঙ্গে সুপারি ক্রয়ের জন্য রাখা ১১ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখমী অবস্থায় আমাকে  উদ্ধার করে পার্শ্ববতী পিরোজপুর হাসপাতালে ভর্তি করে।।

    জখমী ওই ব্যবসায়ীর বড় ভাইয়ের ছেলে রুবেল কক্স বলেন, শুক্র ও শনিবার লাউরি ও চিংড়াখালী বাজারে সুপারি কেনার জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে ১১ লাখ টাকা উত্তোলন করেন তার চাচার ম্যানেজার। ওই টাকা দোকানে রেখেছিলো। ধারনা করা হয় ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকার সংবাদ ছিলো হামলাকারিদের কাছে।

    এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST