ঢাকাWednesday , 23 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাগেরহাটের রামপাল হাসপাতালের সহকারি ব্রাদারের রহস্যজনক মৃত্যু

    দেশ চ্যানেল
    August 23, 2023 2:33 pm
    Link Copied!

    মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ব্রাদার মোঃ ইলিয়াস কবির (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পরিবারর সদস্যরা রামপালের নিজ ঘরের মেয়ের কক্ষের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানাল, মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে রামপাল থানা পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিবার ও পুলিশের পক্ষ থেকে এখনও জানাতে পারিনি।
    মৃত. মোঃ ইলিয়াস কবির (৫০) কচুয়া উপজলার বাধাল এলাকার মৃত ইমান উদ্দিন শেখার ছেলে। রামপাল উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরীর সুবাদে রামপালের কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে ঘর বানিয় স্ত্রী ঝর্না বেগম ও ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া মেয়ে দোলাকে নিয়ে বসবাস করতেন। ইলিয়াস বেশকিছু দিন ধরে নানা শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় চোখের অপারেশনও করিয়েছেন তিনি।
    রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, সহকারি ব্রাদার ইলিয়াস কবিরের মরদেহ হাসপাতালে নিয়ে আসন তার স্ত্রী ও স্থানীয় কিছু লোক। তারা প্রথমে স্বাভাবিক মৃত্যুর কথা বলে। পরে গলায় দাগ দেখে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে, জানতে চাইলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার কথা স্বীকার করে। পুলিশকে জানালে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে প্রেরণ করেছে। মোঃ ইলিয়াস কবির অসুস্থ্য থাকায় হাসপাতালে তাকে তেমন দায়িত্ব দেওয়া হতোনা বলেও জানান তিনি।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, সহকারি ব্রাদার ইলিয়াস কবির এর মৃত্যুর ঘটনায় অপমত্যুর মামলা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানত তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তখন প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST