ঢাকাThursday , 9 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু।

দেশ চ্যানেল
October 9, 2025 11:53 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের রামপালে মৎস্যঘেরের বাঁধ কেটে জোরপূর্বক জমি দখলে নিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা এসএ ১২, ৪৩৩ ও ১৬৭ খতিয়ানের বর্তমান বিআরএস ৩৯০ খতিয়ানের ১৭৭ দাগের ০.৫৭ একর জমি গত ইংরেজি ১১-০৩-২০১৯ তারিখে ৫২২ নং কোবলামূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভিন ওই জমি গত ইংরেজি ২০১৯ সাল থেকে দেখভাল করে আসছেন। কিন্তু ওই জমি গত ৮/৯ মাস পূর্বে জোরপূর্বক একই এলাকার বাসিন্দা মো. বাচ্চু শেখ ঘের ভরা মাছসহ দখল করে নেন। এ ছাড়াও ওই ঘের দখলের পূর্বে বাচ্চু ভুক্তভোগী পারভীনের নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে বাচ্চু শেখ তার জমির পাশে থাকা পারভীনের ঘেরের বেড়িবাঁধ কটে দিয়ে নিজের ঘেরের সাথে মিশিয়ে দেয়। এতে পারভীনের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, আমি তদন্ত শুরু করেছি। আরো অধিকতর তদন্ত করে রিপোর্ট দিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST