হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযানে চালিয়ে কভারযুক্ত ৬ কেজি এবং কভার ব্যাতিত ১৫ কেজি মোট ২১ ( একুশ) কেজি চোরাই তামার তার সহ ছয় জন চোরাই কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো, ১. কদমদী গ্রামের শাহ আলম মল্লিক এর ছেলে মোঃ শামীম মল্লিক(২৬), ২. বামনডহর গ্রামের ফরহাদ শেখ এর ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮), ৩. বাঁশেরহুলা গ্রামের আঃ রশিদ শেখ এর ছেলে মোজাফ্ফর শেখ(৪৫),৪. বাঁশেরহুলা গ্রামের মোঃ শওকত শেখ এর ছেলে মোঃ আল-আমিন শেখ(৪১), ৫. বাঁশেরহুলা গ্রামের মোঃ জুলফিকার শেখ এর ছেলে মোঃ আসিবুর শেখ(২৭),এবং ৬. কাপাসডাঙ্গা গ্রামের মোঃ রমজান ঢালী এর ছেলে মোঃ এরশাদ ঢালী(৩২), সর্ব থানা- রামপাল, জেলা – বাগেরহাট।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ উপজেলার রামপাল তাপ বিদ্যূৎ কেন্দ্র এলাকায় ডিউটি করাকালে রামপাল থানাধীন সাপমারী কাটাখালী সাকিনস্থ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ২নং গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে
বিভিন্ন রংয়ের কভার যুক্ত ৬ (ছয়) কেজি এবং কভার ব্যাতিত ১৫ (পনেরো) কেজি মোট ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত তামার তারের আনুমানিক মূল্য ২৫,২০০ (পচিশ হাজার দুইশত) টাকা।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটককৃত দের কে বাগেরহাট এর বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।