হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিন মাসের সাজাপ্রাপ্ত একজন নারীও রয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) গ্রেফতারকৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। রাতের বিভিন্ন সময় পৃথক অভিযানে সদর ইউনিয়ের নদীরহোলা গ্রামের রাজিব পালের স্ত্রী সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী কাদম্বীনি পোদ্দার (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চুরি করার সময় উপজেলার খেজুরমহল গ্রামের হোসেন গাজীর ছেলে আজগর গাজী (২৫) ও খুলনা জেলার দাকোপ উপজেলার রামনগর গ্রামের খোকন মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল (২৯) গ্রেফতার করা হয়। আর এক অভিযানে বাঁশতলী ইউনিয়ের বড়দিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সিআর মামলার পরোয়ানাভূক্ত আসামি রাবেয়া খাতুন (৩০) ও একই ইউনিয়ের চন্ডিতলা গ্রামের গৌর চন্দ্র পালের ছেলে রাখাল চন্দ্র পাল (২৮) কে নারীকে উত্যক্ত ও হেনস্থা করার অপরাধের এজাহারভূক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার নবাগত ওসি মো. আতিকুল ইসলাম দুই নারীসহ ৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।