ঢাকাSaturday , 10 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাঘাইছড়িতে আর্থিক অনতনের কারনে বিষপানে এক নারীর আত্মহত্যা

    দেশ চ্যানেল
    February 10, 2024 6:41 am
    Link Copied!

    রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দজর এলাকায় বিষপান করে মধুমিতা চাকমা (৪০) উর্ধ্ব এক নারী আত্মহত্যা করেছে।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত পনে ১টায় মুমূর্ষু অবস্থায় তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দজর এলাকার কৃষ্ণ চাকমার স্ত্রী।

    বাঘাইছড়ি ইউনিয়নের দজর এলাকার মেম্বার বিনয় চাকমা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার স্বামী সাজেকে কাজে ছিলো। তাদের মধ্যে কোন ঝামেলাও ছিলো। তবে যেটুকু জেনেছি তাদের অর্থনৈতিক টানাপোড়েনের ফলে মানসিক টেনশন ছিলো প্রচুর। হয়তো সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

    এদিকে, মৃত মধুমিতা চাকমার মেয়ের জামাই নিকেল চাকমা বলেন, দজর থেকে উপজেলা সদরে হাসপাতালের দুরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই। তাই পায়ে হেটে রওনা দিয়ে হাসপাতালে পৌঁছাতে অনেক সময় লেগেছে, তাই আর বাঁচাতে পারলাম না তিনি কি কারণে বিষপান করেছেন তাও জানি না।

    এদিকে, মৃত্যুর পর রাতেই চাঁদর পেচিয়ে বাঁশের লাঠিতে ভার করে দজরের পথে রওনা হয়ে সকালে পৌঁছে। এখন মরদেহ দাহকর্ম করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST