ঢাকাThursday , 30 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ রোধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে- ডেপুটি স্পীকার

দেশ চ্যানেল
November 30, 2023 2:45 pm
Link Copied!

এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, কন্যা সন্তান কোন পরিবারের বোঝা নয়, তারা রাষ্ট্রের মালিক। কন্যা সন্তানকে মানবসম্পদ হিসেবে গড়ে উঠার পেছনে প্রধান বাধা বাল্যবিবাহ। বাল্যবিবাহ রোধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।
(বৃহস্পতিবার) পাবনার সাঁথিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু’র সভাপতিত্বে এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দুশ্যমান। সরকারের একার পক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ করা কঠিন। সমাজে বাল্যবিবাহ প্রতিরোধ, ধুমপান ও মাদকের বিস্তাররোধ করা জনগনের নাগরিক দায়িত্ব। এছাড়া সরকার ধুমপান ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচীও গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, যারা বাল্যবিবাহ দেয় তারা অপরাধী। অনেক অবিভাবক নিজের কন্যা সন্তানকে বোঝা মনে করে। কন্যা সন্তানও এই রাষ্ট্রের মালিক। তাঁদের শিক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। সরকার তাদের জন্য বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করছে। এছাড়া রাষ্ট্র আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। উচ্চ শিক্ষার দ্বারও উন্মুক্ত রেখেছে, এবপর একজন ব্যক্তির বাল্যবিবাহ দেয়ার কোন যৌক্তিকতা নেই। কন্যা সন্তানদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, সাবেক পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,অধ্যক্ষ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আ’লীগ নেতা রবিউল করিম হিরু প্রমুখ।,

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST