ঢাকাTuesday , 8 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ।

দেশ চ্যানেল
April 8, 2025 2:28 pm
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল।

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, চাদর, মাছ ধরার পোলাও, ঔষধ, পান মসলা, জিলেট গার্ড ব্লেড এবং কসমেটিক্স আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল  বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, চাদর, মাছ ধরার পোলাও, ঔষধ, পান মসলা, জিলেট গার্ড ব্লেড এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৬১,৭৫০/-(সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঞ্চাশ)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST