রাসেল কবির// বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬নং বিদ্যানন্দনপুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে ১ নং ওয়ার্ডে সালাম চোকদার ও তাহার ভগ্নিপতি আলমগীরের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরণে সালাম চোকদারের স্ত্রী শাহনাজ বেগম জানায়। আমার স্বামী সালাম চোকদারের সাথে দীর্ঘদিন আমার ভাসুরের ছেলে তারেক গং দের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । গত ৪ দিন পূর্বে তারেক চোকদার কে রাতের আঁধারে কিছু লোকজন মারপিটের ঘটনা ঘটায়। তারেক চোকদার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলায় আমার স্বামী সালাম চোকদার সহ আমার ছেলে অন্যান্যদের আসামি করে। অতঃপর আমার স্বামী সালাম চোকদার আমার ননদ জামাই সবাই বাড়ি থেকে অন্য এলাকায় চলে যায়। এই সুযোগে মিরাজ চোকদা, মোতালেব সরদার, টিপু, নুর ইসলাম,রহিম সহ কয়ে কজন মিলে আমাদের ঘরের মাল লুটপাট করে নিয়ে যায়। আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে কাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন সালাম চোকদারের স্ত্রী। অভিযোগোর বিষয়টি জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের বসত ঘরে ও আমার ননদ জামাই আলমগীরের ঘরে গতকাল ৩ নভেম্বর গভীর রাতে আগুন দিয়ে ২ ঘর পুড়িয়ে দেয়। আলমগীর স্ত্রী নাসিমা জানান, আমি আমার ভাবি সাহানাজ বেগম বাড়ি ছিলাম না। ওদের ভয়ে আমরা অন্য বাড়ি ছিলাম। লোকজনের ডাক চিৎকার শুনে সামনে এগিয়ে গেলে। মিরাজ মোতালেব সহ। ৮-১০ জন লোকদের কে দেশি অস্ত্রসহ বাড়ির সামনে দিয়ে পশ্চিম দিকে যাইতে দেখি। ঘটনা স্থলে এলাকার লোকজন সংবাদ পেয়ে দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালান। সালাম চোকদারের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। আলমগীরের ঘরের আংশিক পুড়ে গেলে। এলাকার লোকজন ও ইউপি সদস্য মাসুদ মাল ঘটনা স্তলে এসে পানি মারে আগুন নিভানোর চেষ্টা চালায়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। সংবাদ শুনে এস আই মজিবর সহ সঙ্গে ফোর্স নিয়ে ঘটনা স্থলে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় কোন মামলা হয়নি। অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করলে। সে জানায় ঘটনাটি তদন্ত চলতেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেব।

