মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা ডালিম (৩৫) নামে এক কণ্ঠশিল্পী ও ইলেকট্রিশিয়ান মৃত্যুবরণ করেছেন। তিনি দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরের দিকে দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজের একপর্যায়ে হঠাৎ করে খাম্বায় ওঠা ব্যবহৃত মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ডালিম। দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গামছা ডালিম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে ইলেকট্রিকের কাজ করতেন । তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রশাসন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।