ঢাকাWednesday , 30 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা করলেন রৌমারীর উপজেলা ইউএনও।

দেশ চ্যানেল
April 30, 2025 3:26 pm
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী জেমি আক্তারের পাশে দাঁড়িয়েছেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) উজ্জল কুমার হালদার। বুধবার ৩০ এপ্রিল দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেমি ও তার মায়ের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র এই শিক্ষার্থীর হতে ভর্তি ফি ও পড়ালেখার খরচ বাবদ আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষা শুরু হলে ধারদেনা করে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বিভাগে ভর্তির নিশ্চিত সুযোগ পাচ্ছেন জেনে ভর্তি ফির টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় পড়েন দরিদ্র পরিবারের সন্তান জেমি ও তাঁর পরিবার। এদিকে ১২ বছর আগে তার বাবা জাবেদ আলী মারা যান। তার পর থেকে তাদের সংসারে অভাব অনোটন লেগেই থাকে। জীবন ও জীবিকার তাগিদে মা মেয়ে মিলে দর্জি কাজ করে সংসার ও পড়াশুনো চালিয়ে যান। বসত ভিটা ছাড়া তাদের আর কিছুই নেই। জেমি রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসিতে ৪.৯৪ পয়েন্ট ও রৌমারী সরকারি ডিগ্রী কলেজ উচ্চ মাধ্যমিক থেকে ২০২৪ সালে মানবিক বিভাগ হতে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, শৌলমারী ইউনিয়নের নাজমুল হুদা ও আকতার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেমি আক্তারের মা আফসানা খাতুন। আর্থিক সহায়তা পাওয়ার পর জেমি আক্তার বলেন, এই অর্থ আমার ভর্তির ব্যাপারে অনেক সহায়ক হবে। ইউএনও স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।

এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST